তোমার কথা ভাবতে গিয়ে উপড়ে আনি চাঁদ,
আকাশটাকে টুকর করে ছিড়ি।
পাপড়ি খুলে এলিয়ে পড়ে পরমানুর বাঁধ,
আর্তনাদে ভাংগে তারার সিড়ি।
মণি ! আমার মণি, আমার সোনা
তোমার প্রতি নাস্তি শুধু রইল আরাধণা।
কি এসে যায় হওনা তুমি হৃদয়হীনা,
আমার এই প্রেম দু-হৃদয়ের সমান বড়!
লাস্যহীণে যতই আমায় মাতাল কর,
শুধাবনা, সত্যি ভলবাস কি না ?
(একটি ভ্যালেন্টিইন পোস্ট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




