তোকে নিয়ে পারিনারে মন, হতাস আমি !
বুজলিনা আজো কি চাস কোনটা সবচেয়ে দামি?
কবিতা নাকি গল্প , সিদ্ধান্ত পাসনা
ক্ষনে বলিস চাস তুই, পরক্ষনে চাসনা।
ভাল লাগে পুর্নিমা ভাল লাগে ঝড়
ক্ষনে তুই আপন করিস ক্ষনে করিস পর।
দুরে কোথাও বাজছে শোন শেষ ট্রেনের বাঁশি
কি ভাবছিস, দুরে যাবি মন সর্বনাশি?
কথা দেস কথা ভাংগিস নিজের কাছেই তুই
মনরে তুই এক হলিনা কেন হলি দুই?
ডান দিকে যেতে চেয়ে হঠাৎ যাস বামে
আনেক দ্রুত চলতে চেয়েও যাস কেনরে থেমে?
মনের কথা মনেই থাকে কস্ট থাকে বুকে
সুখ আমার দুঃক্ষের ভিতর দুঃক্ষ আমার সুখে।
তোকে আমি বুঝিনারে মন, হতাস আমি !
কবে বুঝবি কি চাস, কি সবচেয়ে দামি?
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




