জানি পারিনি হতে তোমার পথের সাথি
হাতে হাত রেখে চলতে,
ব্যার্থতা তোমার নয় শুধু আমার
হেটেছি আমিই ভুল পথে।
মুছে গেছে কাজল তোমার নয়নের জলে
হয়েছে মাথার বালিস ভিজে স্যাতস্যাতে,
দেয়নি কেউ কদমগুচ্ছ তোমার আঁচলে
আমার পথ মিশেনি তো তোমার ঐ পথে।
এক আকাশের চাঁদ দুজনেই দেখি
কাঁদে মন দুজনের ই বর্ষারাতে,
ঘোলা চোখে সাগর দুজনাতে দেখি
থাকেনা শুধু আমার হাত তোমারই হাতে।
কেটা যায় দিন কেটে যায় রাত
কথা শেষে নিরব মোরা দুজন,
পাশাপাশি থাকি মোরা একি শহরে
তবুও দুরত্ব যোজন যোজন।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১১ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




