পাক ধরেছে চুলে, আমার পাক ধরেছে চুলে
আনেক কথাই মাঝে মাঝে হঠাৎ যাই ভুলে।
রাস্তাঘাটে লোকের কাছে ছিলাম আগে ভাই,
এখন যেন কেমন করে অাংকেল হয়ে যাই।
পার হয়েছে অনেক বসন্ত, কিছু হয়ত বাকি
হিসাবে মিলবে না কিছু, সবি শুভংকরের ফাঁকি।
প্রশ্ন করি নিজের কাছে, বয়স হলো কত?
হিসেব করলে আনেক সময় খাইযে থতমত !
হিসাব নিকাস চুলায় যাক, মনকে দিলাম বুঝ
সবুজ ছিলাম, সবুজ আছি, থাকতে চাই সবুজ।
বহুদুর যেতে হবে, পথের আনেক রয়েছে বাকি
করব শুরু নতুন অধ্যায় যখন যেখানেই থাকি।।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




