আজ ভোরে জানতে চাইছিলাম, বিএসএফের নৃশংস বর্ডার কিলিং এর প্রতিবাদের মানব বন্ধনে আমরা সামহ্যোয়ার ইনের ব্যানারে দাঁড়াচ্ছি কি না। যুক্তি ছিলো, কোন রাজনৈতিক বা মিডিয়ার ব্যানারে দাঁড়ালে সেটা আমাদের গ্রহনযোগ্যতা কমিয়ে দেবে অনেক খানি, অথচ নিরপেক্ষ ব্লগ হিসাবে সামহ্যোয়ারইনের ব্যানার আমাদের প্রতিবাদকে অনেকবেশী গ্রহনযোগ্য এবং আমজনতার মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
সেই পোষ্ট মুছে ফেলা হয়েছে, কারন হিসাবে পেয়েছি "২ক. যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান..."
সবথেকে অবাক হচ্ছি, মডারেশনও সেইমত কাজ করেছেন।
বেশ ধরে নিচ্ছি, মডারেশন বোর্ড নিরপেক্ষ থাকবার জন্যেই এটা মুছে দিয়েছেন।
এখনো বিশ্বাস করি, এই মানববন্ধন কোন বিশেষ দলের লাইমলাইটে আসবার চেষ্টা নয়, বরং আমজনতার চেপেরাখা ক্ষোভের বিস্ফোরন।
তবে প্রশ্নটা থেকে যায়, বিএসএফের নৃশংস বর্ডার কিলিং এর প্রতিবাদে আমরা সামহ্যোয়ার ইনের ব্যানারে দাঁড়াতে চাইলে কে সেই কাপুরুষের দালাল যে বিরোধীতা করে লুকিয়ে, প্রকাশ্যে আসবার মত কলজে নেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




