এক অশ্বচালনা প্রদর্শনীতে ১৫ বছরের মেয়ে জেনিফার কে নিয়ে উচ্ছসিতো হয়ে ধনকুবের বিল গেটস বলেন দেট`স মাই গার্ল !!
মেয়ের এই অশ্বারূঢ় উৎসবের শখ পূরন করতে গিয়ে ১ মিলিয়ন ডলার খরচ করেন ফ্লোরিডা মেনসন আর প্রাভেট জেট এর উপর।আর এক একটা ঘোড়ার পেছনে কতো খরচ করছেন তা নিচে লিখছি!!

জেনেফার তার ঘোড়া জাম্পিং দক্ষতা দেখাচ্ছেন এই অশ্বারূঢ় উৎসবে।

বিল আর মেলিন্ডা গেটস মেয়েকে উৎসাহ দিচ্ছেন হাত তালি দিয়ে।

প্রাইভেট জেট এ করে জেনিফার আসেন হর্স রাইডিং শোতে।

কার সাথে ফোনে কথা বলতেছে সেটা আমি বলবোনা, নিজেরাই ভেবে নেন!!

খেলার বিরতিতে বিল মিয়া বই পড়েন।

জুনিয়র ডিভিশনের খেলোয়ার জেনিফারের এক একটা ঘোড়ার খরচ ৭৫,০০০ ডলার আর ঘোড়া ৪ খানা।

এই বাড়িটি ৬ মাসের জন্য লিজ নেন ৬,০০,০০০ ডলার দিয়ে মেয়ের খেলার স্থলের কাছা কাছি বিধায়!!
তথ্যসূত্র: ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১২ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




