আমাদের দেশের জনগনও যেমন নেতা ও নেত্রী ও তেমন।আর আমাদের জাতীয় চরিত্র দুর্নীতির পক্ষে।আজ যারা এ দেশের রাজনীতি নিয়নত্রন করছেন তাদের আছে গন্ডা গন্ডা দুর্নীতির মামলা।অনন্তকাল দরে মামলা গুলি চলবে বলেই মনে হচ্চে।মামলার অভিযোগ গুলি মিথ্যা প্রমানের চেয়ে মামলা গুলো পত্যাহার করার প্রতি নেতা নেত্রিদের আগ্রহ বেশি।বেগম খালেদা জিয়া,শেখ হাসিনা ও হোসেন মুহম্মদ এরশাদই যেন আমাদের নিয়তি।
ঢাকা বাসি এরশাদকে স্বৈরশাষক ও বিশ্ব বেহায়া উপাদি দিয়েছিল।এতে মনে হয় ঢাকা বাসি বড় একটি পাপ করেছিল।এরশাদ আসলে ক্ষনজন্মা একজন মহান পুরুষ।তা ছাড়া এরশাদ প্রেসিডেন্ট হয়েছিল নিজ ছেস্টায়।এজন্য তাকে বাবার পরিচয় ব্যবহার করতে হ্য়নি এই অর্থে হাসিনা না খালেদার চেয়ে যোগ্য এরশাদ।ঢাকা বাসিকে ভয়ও পায় হাসিনা ও খালেদা।তারা ঢাকার আসনে নির্বাচন করে না।বীর ভোগ্য বসুন্ধরা।এরশাদ সাহস করে ঢাকায় নির্বাচন করে হারবেন তা কোন ঢাকা বাসিরই সহ্য হতো না।আর রাজকন্যা হাসিনা তো জ্ঞানের আধার।তিনি যখন বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন কারি এরশাদকে ঢাকার প্রতিনিদিত্ব করার জন্য মনোনয়ন দিয়েছেন।এরশাদকে নির্বাচিত না করলে শুধু শেখ হাসিনা কেন খোদ বঙ্গবন্ধুকেই অপমান করা হয়।যিনি ঢাকায় বসে দেশ চালায় তিনি জাতিয় সংসদে ঢাকার প্রতিনিদিত্ব করেনা।ঢাকার প্রতিনিদি এরশাদ রংপুরের বাসিন্দা।তাতে কি একদা এরশাদের বিরোদিতা করে ঢাকাবাসি যে পাপ করেছিল তার প্রয়াশ্চিত্য করলো ঢাকার প্রতিনিদি বানিয়ে।ভাইয়ের সাত খুন মাপ বোনদের কাছে।আর সেই ভাই যদি এরশাদের মত ধর্মের ভাই হয় তার তো চোদ্দ খুনও মাপ।তাই বীর পুরুষ এরশাদ শুদু ঢাকাবাসির নয় শেখ হাসিনারও গর্ব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



