আসলেই বাঙ্গালীর টাকার অভাব নেই।আমাদের এত টাকা আছে যে নিজেদের টাকা দিয়েই পদ্মা সেতু বানাতে পারি।তবে তা বুঝেছি বিশ্ব ব্যাংক টাকা দেবে না বলে জানিয়ে দেবার পর।চোর পালিয়ে যাবার পর বাঙ্গালীর প্রধান মন্ত্রী শেখ হাসিনার বুদ্ধি বেড়েছে্।শেখ হাসিনা সব কিছু একটু দেরিতেই বোঝেন।যেমন ,বঙ্গবন্ধু মারা যাবার একুশ বচর পর তিনি ক্ষমতায় যেতে পেরেছেন।কিন্তু খালাদা জিয়া সেনা কুন্জে অবৈধ ভাবে বসবাস করছেন,এটা বুঝতে তিনি সময় নিয়েছেন ৩০ বচর।
বাঙ্গালীর যে টাকার অভাব তার প্রমান,১।শেখ হাসিনা,খালেদা জিয়া ও এরশাদের ছেড়ে আসনে উপ নির্বাচন করতে গিয়ে কোটি কোটি টাকা অপচয় করেছি।এবং আগামিতেও এই অপচয় বহাল তাকবে।
২।সোহেল তাজ মন্ত্রিত্ব ছেড়ে দেবার পরও মাসের পর মাস বেতন ভাতা পেয়েছেন।
৩।শতাধিক সচিপ ও উপসচিপ এবং বিবেকবান মন্ত্রী সুরন্জিত বাবু কোন কাজ না করে মাসের পর মাস বেতন ভাতা নিচ্ছেন।
৪।আমাদের এত টকা যে,কোন ব্যক্তি বা প্রতিষ্টানহাজার হাজার কোটি টাকা লুটে নিতে পারেন।শুধু তাই নয় লুন্টিত হবার পরও আমরা নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি।
দেশের টাকায় সেতু হলে ভালই হয়।এ জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে।এটা প্রথমেই প্রধান শেখ হাসিনা ঘোষনা দেবেন যে,আসন্ন জাতীয় নির্বাচনে তিনি তিনটি আসনে নয় একটি আসনে নির্বাচন করবেন।এটা যদি প্রধান মন্ত্রী করেন তা হলে প্রায় ৫ কোটি বেচে যাবে।এই টাকা পদ্মা সেতুতে ব্যবর করা যাবে।সব চেয়ে বড় কাজটা হল তিনি দলীয় প্রধানের পদটি ছেড়ে দেন।এক সাতে দলীয় প্রধান ও সরকার প্রধান থাকা অশোভন ও অনৈতিক।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



