ফেনীর বারিয়াহাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ।
চট্টগ্রাম রামগরে পাহার কেটে বানান রাস্তায় ।
রাস্তার দুই পাশে পাহাড় ।
আমার বাস র পাহারের শেষ মাথা একিই সমান ।
রাত ১১ টায় আমতলির রাস্তায় ।
সিকাকুন্ডের ইকো পার্কে সুপ্ত ধারা ঝরনায় যেতে এই সিড়ী দিয়ে নিছে নামতে হয় ।
গাছপালার ফাকফোকরে
এইদিক দিয়া নেমে যেতে হবে ।আশেপাশের গাছপালা দেখে মনে হবে আপনি গহীন জঙ্গলে হারায় যাবেন । বেশী না ……মাত্ত একটা জোক কামড় দিসে আমাকে ।
এইদিক দিয়া পইরা গেলে আমি শিওর খুইজা পাওয়া যাবে না ।
দূর থেকে সুপ্ত ধারা জলপ্রপাত ।
জলপ্রপাতের পানি বয়ে যাচ্ছে । এইদিক দিয়ে ১৫ মিনিত হেটে ঝরনায় যাই ।
পুরা জঙ্গলে আমরা চারজন ছাড়া র কেউ নাই হঠাত দেখি একটা গাছে ২০ টার মত বানর আমাদের দিকে তাকিয়ে আছে । সামনে তাকাতে দেখি এক প্রকান্ডো বানর তার চার পাচটা বউকে নিয়ে খালটা পার হচ্ছে । ভয় পাইতাছিলাম যদি বানররা আক্রমন কইরা বসে ।
অবশেষে সুপ্ত ধারা জলপ্রপাত ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




