আরে ! মানুষের তো অনেক ইচ্ছা বা শখ থাকতেই পারে। এটাতো দোষের কিছু দেহি না । আমারও অনেক ইছা আছে । আমি সেগুলো পুরন করতে চাই ।নিচে আমি আমার ইছেগুলো প্রকাশ করলাম । কেউ যদি আমার একটা ইছা পুরন করে দিতে পারেন তারে আমি ২৫ টাকা দিয়া একটা আরসি খাওয়ামু ।
ইচ্ছাগুলো হল -
১। কয়েকশ বছর আগের রোমান সাম্রাজে ফিরে যেতে চাই । অন্তত এক মাসের লাইগা ।
২। আমাজন জঙ্গলে বড় একটা গাছের উপর মাচা বানাইয়া ঐডার উপর একদিন থাকমু ।
৩। ম্যাপে বাংলাদেশ রে খুব ছোট লাগে তাই কলকাতারে বাংলাদেশ ভুখন্ডে নিয়াসতে চাই । বাংলা ভাষাভাষী দেশ পৃথিবীতে একটাই থাকুক ।
৪। বলিউডের নায়ক সালমান খানের লগে বাংলাদেশের ছবিতে একসাথে অভিনয় করমু ।
৫। একদিনের লাইগা পাখি হইয়া আকাশে একটূ ঘুরবার চাই ।
৬। বাংলাদেশের প্রধানমন্তী হউয়ার জোরদার ইছা পোষন করতাসি।
৭। ৫০ জন আর্কিটেকচারের নেতত্বে ৫০০ আর্কিটেকচার রে দিয়া ঢাকা শহর রে একটু পরিস্কার করতাম ।
৮। প্রধানমন্তী হইলে জামায়াতগুলারে পাকিস্তানে পাঠায়া দিমু আর দুর্নীতিবাজগোর লাইগা আলাদা একটা কারাগার স্থাপন করমু । উদারন হিসেবে আমেরিকার গুয়েতনামা কারাগার ।
৯। ঢাকা-টেকনাফ আর ঢাকা-তেতুলিয়া পর্যন্ত ফ্লাইওভার নির্মান করবার চাই । (প্রধানমন্তি হইলে)
১০। আর......একটা ফুলের বাগান করতে চাই । যেখানে ফুল থাকব কিন্তু কাটাঁ থাকব না মৌমাছি থাকব কিন্তু কোন মাছি থাকব না ।
মাত্র ১০ টা কইলাম......আরও ১০০টা ইচ্ছা আছে .........জানতে চাইলে কইয়েন পরে জানামু নি ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




