বেশ কয়েক মাস ধরে লুবাবা নামের এক মেয়ের বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিও আমার ফেসবুক ফীডে আসে। ফেসবুক রীল বা ভিডিও আমি বেশিরভাগ সময়েই ইগনর করি। তবে বাচ্চা এই মেয়েটিকে নিয়ে অনলাইনে বেশ মাতামাতি হবার পরে তার কিছু ভিডিও দেখলাম। বাচ্চা একটা স্কুলের মেয়ে বলিউডি নায়িকাদের অনুকরন করে নাচ গান করছে! এমনকি স্কুল ড্রেস পড়েও সে পারফর্ম করছে!! ফেসবুক , ইউটিউবে ভাইরাল হবার সুবাদে সে এখন বেশ পরিচিত এক অনলাইন সেলিব্রিটি।
বাচ্চাদের সঠিক মনোবিকাশে পড়াশোনার পাশাপাশি গানবাজনা , খেলাধুলার প্রতি উৎসাহ দেয়া উচিত। আমাদের ছেলেবেলায় বিটিভির ''নতুন কুড়ির '' কথা মনে পড়ে। '' এখনও কানের কাছে বাজে '' আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে''। লক্ষ আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি পাতার বন্ধনে।" ।নতুন কুঁড়িতে বিষয় ছিল গল্প বলা, ছবি আঁকা, দেশাত্মবোধক গান, পল্লীগীতি, একক অভিনয়, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ সঙ্গীত ও নৃত্য, ক্বেরাত, দলীয় নৃত্য ও অভিনয়সহ মোট ২০টি বিভাগে ৩৫টি শাখায়।প্রথম রাউন্ড পার হবার পর দ্বিতীয় রাউন্ডে যারা আসতো, তাদের পারফর্মই টিভিতে দেখানো হতো। নতুন কুরির মাধ্যমে আমরা পেয়েছি সঙ্গীত জগতের জনপ্রিয় গায়িকা কনকচাঁপা, সামিনা চৌধুরী , অভিনেত্রী তারানা হালিম, তারিন, ঈসিতা , মডেল মৌ, রিয়া ইত্যাদি আরো অসংখ্য তারকা।
ট্যলেন্ট হান্টের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি এখন আর নাই। মানুষ এখন নিজেরাই সামাজিক মাধ্যমে পারফর্ম করে ভাইরাল হয়ে জনপ্রিয় হতে চেষ্টা করছে। ভাইরাল এসব অধিকাংশ শিল্পীরই কোন ট্যলেন্টই মুলত নাই। স্রেফ লাইক , কমেন্টের ভিত্তিতে ভাইরাল হয়ে যাচ্ছে। সবসময় যে লাইক পড়ে তাও নয় , হাহা রিএক্ট , নেগেটিভ কমেন্টও ভাইরাল হতে সাহায্য করে। লুবাবার বিভিন্ন ভিডিওতে দেখলাম নোংরা আজেবাজে কমেন্টের আধিক্য । এসব কারনে সে একবার নাকি ডিপ্রেশনে পড়ে নিজেকে অনলাইন থেকে সরিয়ে নেয়ার কথা ভেবেছিল। পরে এসব অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার ঘোষনা দেয়!!! এসব দেখে আমি ভাবছি এই বাচ্চা মেয়েটার পরিবারের কথা। কেমন পিতামাতা এরা ? বাচ্চা একটা মেয়ে দুনিয়ার ভাল মন্দ কতটা বোঝে ? তারা কিভাবে তাদের বাচ্চা মেয়েকে প্রাপ্তবয়স্ক নায়িকাদের মত নাচ গান করতে উৎসাহ দিচ্ছে ? মেয়ে ডিপ্রেসনে পড়ার পরও তারা কিভাবে মেয়েকে এগিয়ে যেতে উৎসাহ দেয় ? যারা তার ভিডিওতে আজেবাজে কমেন্ট করছে , তারাতো বোঝাই যাচ্ছে আজেবাজে প্রকৃ্তির লোক। আর এরাইতো লুবাবার ভিডিওর দর্শক। সুস্থ মন মানসিকতার কোন মানুষতো আর লুবাবার ভিডিও দেখবে না। তাহলে আর লুবাবার দর্শকদের গালমন্দ করে লাভ কি ? নোংরা মন মানসিকতার এইসব দর্শকেরাইতো লুবাবাকে ভাইরাল হতে সাহায্য করছে।
লুবাবা দেখতে খুবই মিষ্টি। নাচ গানে যেহেতু তার আগ্রহ আছে , তার পিতামাতার উচিত মেয়েটিকে সঠিকভাবে গাইড করা। তাকে সঠিকভাবে নাচ , গান বা অভিনয়ের তালিম দিলে সে ভবিষ্যতে ভাল তারকা হতে পাবে। তারা পিতামাতার শুভ বুদ্ধির উদয় হোক এই কামনাই করি।
তথ্য সুত্র ঃ উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৩