গত দুই দিন ব্লগে আসা হয়নি । এখন দেখছি নবীন ব্লগার নির্বহন নির্ঘোষকে নিয়ে রীতিমত যুদ্ধ বেধে গেছে। নির্বহন নির্ঘোষের ব্লগ ছাড়ার ঘোষনার পোস্টে বিশাল একটা কমেন্ট লিখে দেখি যে , তিনি কমেন্ট অপশন বন্ধ রেখেছেন। তাই বাধ্য হয়ে সেই কমেন্টটাই পোস্ট আকারে দিলাম ----
বিজনদা ঠিক বলেছেন যে , অতিরিক্ত কোনো কিছু ভাল নয়। আমি কিছু কথা বলতে চাই যা হয়ত ব্লগের সিনিয়র ব্লগারদের ভাল লাগবে না, কিন্ত না বলে পারছি না। ব্লগীয় মিথস্ক্রীয়ার নামে ব্লগের কিছু পোস্টে যা হয় তা আমার কোনকালেই ভাল লাগে নাই। ১০০র ওপড় কমেন্ট পড়া এসব পোস্টে গেলে দেখা যায় , চুরান্ত বিরক্তিকর ও স্থুল রসিকতাপুর্ন সব কমেন্ট যা এই ব্লগের সেলিব্রিটি ব্লগাররা করে থাকে। এসব রসময় আড্ডা বা চ্যটিং এর ফলাফল যে ভাল হয় না , তাতো এখন পুরাই স্পষ্ট।আপনার মাঝে অভিমান , ক্রোধ ও উত্তেজনা সৃষ্টি হবার দায় তাই আপনার ওপড় এককভাবে চাপানোটা অন্যায়। অল্প বয়সী ব্লগারদের ওপড় যে এই ধরনের পরিবেশ বিরুপ প্রভাব ফেলতে পারে তা সিনিয়র ব্লগারদের বোঝা উচিত ছিল।
নির্বহন , আপনি একজন প্রতিভাবান লেখক । আপনার মাঝে আমি কখনও অসততা, ভন্ডামি বা অন্যায়ের সাথে আপোষ দেখতে পাইনি।
পরিশেষে এইটূকুই বলব, ব্লগ ছেড়ে যাবেন না। আপনার লেখার পাঠক অনেক। মন্তব্য হয়ত অনেকেই করে না, কিন্ত তার মানে এই নয় যে , প্রতিভা চিনতে কারো ভুল হয়। সেই সব পাঠকদের কথা ভেবেই জারী রাখুন আপনার লেখা।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১১