কোক স্টুডিও বাংলার সাম্প্রতিক গানগুলো শুধু গানই না, এর সাথে যোগ করা হচ্ছে গানের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত ঐতিহ্যও। ফলে গানগুলো পাচ্ছে এক ভিন্ন মাত্রা এবং এই ভিন্নমাত্রাই গানগুলোকে অনেক উচ্চমাত্রায় নিয়ে যাচ্ছে। তাদের সদ্য প্রকাশিত মা লোমা গানটি ইতিমধ্যৈই দারুন দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রয়াত খালেদ হাসান মিলুর ছেলে প্রীতম হাসানের বাংলা গান নিয়ে বিভিন্ন ধরনের একপেরিমেন্ট বেশ সফল হয়েছে। মালো মা গানটিতে অংশ নিয়েছেন প্রীতম হাসান, সাগর দেওয়ান, আরিফ দেওয়ান এবং র্যাপার আলী হাসান।সাগর দেওয়ান এবং আরিফ দেওয়ানের পূর্বপুরুষই মা লো মা ঝি লো ঝি নামের গানটির মূল রচয়িতা। ‘ছাদ পেটানো গানের’ সংযুক্তি এই গানের গভীরতা আরো বাড়িয়ে তুলেছে । এই গানের একটি শহুরে সংস্করণ দেখতে পাওয়া যায় আশি ও নব্বই দশকের রাজমিস্ত্রীদের মাঝে। জীবিকার জন্য শহরে পাড়ি দেওয়া এই শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন। ছাদ পেটানোর ছন্দের সাথে গানের কথা মিলে একঘেয়েমি দূর করার পাশাপাশি কাজের সময় একটি উৎসবের পরিবেশ সৃষ্টি করে।
গ্রাম বাংলার পল্লীগীতিগুলোতে থাকে জীবনের গল্প। সব বয়সের ও সর্বস্তরের দর্শক-শ্রোতা এইসব গানের সাথে একাত্ম হতে পারেন। মালো মা গানটিতে ভাঙা নৌকার উপমা দিয়ে জীবনকে বোঝানো হয়েছে আর নদী দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীকে।এই জীবনে অনিবার্যভাবে বড় কিংবা বুড়ো হওয়া এবং নস্টালজিয়া যেন একই মুদ্রার দুটো পিঠ। এই অবধারিত পরিবর্তনকে মেনে নিয়েই একটি কথোপকথনের মতো করে এগিয়ে যায় গানটি ।
এই প্রজন্মের তরুনদের গ্রাম বাংলার এই ফোক গানগুলো নিয়ে কাজ করতে দেখলে বড় ভাল লাগে। ফেসবুক রীল বা টিকটক কনটেন্টে রুচির দুর্ভিক্ষের এই সময়ে এই গানগুলো শুনলে প্রচন্ড গরমের মাঝে এক পশলা বৃষ্টির আমেজের অনুভুতি তৈরী হয়।
তথ্যসুত্র ঃ আলোকিত সংবাদ ডট কম
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৪ রাত ৯:১৮