
হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সাথে পুরোপুরি একমত পোষন করছি। ইন্টারিম সরকারের সবচেয়ে বড় ভুল হয়েছে একগাদা অপদার্থ ও নিষ্ক্রিয় উপদেষ্টা নিয়োগ দেয়া। এখন পর্যন্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ,বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়য়ের মুহাম্মদ ফাওজুল কবির খান ছাড়া আর কোন উপদেষ্টারই উল্লেখযোগ্য কোন অবদান চোখে পড়ে নাই। দুই ছাত্র উপদেষ্টার মাঝে আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রনালয়ে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে সমর্থ হয়েছেন। বাদবাকি উপদেষ্টারারা বেতন ভাতা যা নিচ্ছে তা হাসনাতের মতই হারাম বলেই মনে করি যেহেতু তারা পুরোপুরি নিষ্ক্রিয় ভুমিকায় রয়েছে। উপদেষ্টা হিসাবে সবেচেয়ে বেশি ব্যার্থ হচ্ছে স্বরাস্ট্র ও আইন উপদেষ্টা । তাদের অধীনে আইন শৃংখলা বাহিনী ও বিচার বিভাগে পুরোপুরি বিগত স্বৈরাচারের ফরমেট বিদ্যমান । বিচারপতি খায়রুল হককে গ্রেফতারে যারা খুব হাততালি দিচ্ছেন, তাদের কাছে প্রশ্ন বর্তমান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এর সাথে খায়রুল হকের কি কোন পার্থক্য পরিলক্ষিত হচ্ছে ? খায়রুল হক লীগ ক্ষমতায় থাকা কালে লীগের হয়ে কাজ করেছে। বর্তমান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও সেই একই দলীয় লেজুরবৃত্তি করে যাচ্ছে। বিচারহীনতা সংস্কৃতির এক বিন্দু পরিবর্তন হয়নি। জাতিসংঘের মত অর্গানাইজেশন ইন্টারিম সরকারের পাশে থাকা স্বত্তেও অকর্মা উপদেষ্টাগুলো এই সরকারকে ব্যর্থ করে দিচ্ছে।

১/১১ এর পর ডক্টর ফখরুদ্দিন এর অধীনে যে তত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেখানে বরং অনেক সাহসী উপদেষ্টা ছিল। সেই সময়ে দেশের আইন শৃংখলা পরিস্থিতি বেশ ভাল ছিল এবং বিচার বিভাগ কার্যকর ভুমিকা রাখতে সমর্থ হয়েছিল। বর্তমান অন্তবর্তী সরকার ডক্টর ইউনুসের মত আন্তর্জাতিক ব্যক্তিত্ব , জাতিসংঘের মত প্রতিষ্ঠান , বিবিসি আলাজাজিরার মত প্রভাবশালী গনমাধ্যমের সহযোগিতা পেয়েও কাংখিত সফলতা অর্জন করতে না পারার প্রধান কারন উপদেষ্টাদের নিষ্ক্রিয়তা। হাসনাত আব্দুল্লাহ সাহসের সাথে যে বক্তব্য দিয়েছে আশা করি ডক্টর ইউনুস তা ইতিবাচক হিসাবে নেবেন এবং অপদার্থ উপদেষ্টাদের নির্বাচনের আগেই সরিয়ে দেবেন। ডক্টর ইউনুস একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যার্থ হবেন যদি তিনি উপদেষ্টামন্ডলিতে পরিবর্তন না আনেন।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৫ রাত ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




