খবরের দেখলাম, ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে থাকবে ছাত্ররা!
ঢাকায় যারা নিত্য চলাচল করেন তারা জানেন ঢাকার যান চলাচল কতটা বিসৃঙ্খল! অসংখ্য অদক্ষ, লাইসেন্স ছাড়া ড্রাইভার চালায় গাড়ি। কম লোকই রাস্তার সাধারণ নিয়ম কানুন মানে। সবাই প্রাণ হাতে নিয়ে হাঁটে। এহেন ঝুঁকিপূর্ণ পরিবেশে জানিনা ছাত্ররা এ কাজের জন্য কতটুক উপযুক্ত বা এদের আদৌ কোন ট্রেইনিং দেয়া হবে কিনা। এতে যদি কোন দুর্ঘটনা ঘটে একটা ছেলেও মারা যায় বা আহত হয়, কে নিবে এর দায়ভার?
সংবাদটির লিংক নিচে দেয়া হলো:
https://www.prothomalo.com/amp/story/bangladesh/capital/qv3cqndfep