শিক্ষক ছাত্রদের পড়া ধরছেন, সবাই পড়া পারলেও রাকীব পড়া পারলো না।
তাই শিক্ষক রাকীবের হাতে বেত দিয়ে আঘাত করার জন্য হাত মেলে ধরতে বললেন।
রাকীব হাত মেলে ধরতেই শিক্ষক চেঁচিয়ে উঠে বললেন, এই হতচ্ছাড়া তোর হাতের তালুতে এগুলি কিসের দাগ গাঁজা ডলে খেয়েছিস নিশ্চয়ই।
রাকীব হতবুদ্ধি হয়ে বললোঃ জ্বী না স্যার......আমি না স্যার............আমার চাচাতো ভাই স্যার........................
না মানে আমার হাতটা হ্যাকড হয়ে গিয়েছিলো তো স্যার, তখন হ্যাকার যা খুশি তাই করেছে।
আমি যখন ঘুমিয়েছিলাম আমার চাচাতো ভাই তখন আমার হাতে গাঁজা ডলে খেয়েছে স্যার। বিশ্বাস না হলে ঐ আসরে আরো যারা যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে দেখুন......... বমি বহমান শিয়াল-সহ অনেকেই সেখানে ছিল স্যার !!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


