আজ ভালবেসে দেখ দীপ জ্বেলে যাই
রুদ্ধ মনে খুঁজি এতটুকু আশা,
আলোর পরানে; তুমি আলো হও
নিষেধের দ্বার খুলে জাগুক-বুকের ভালবাসা।
না চাও যদি হাওয়ার খেলা
কৃষ্ণচূড়া নাইবা ফুটুক ফাগুনে,
ভস্ম হবে হাওয়ার খাঁচা
সত্যি তোমার; আপন গোপন দহনে।
তুমি হেঁটে যেতে কখনও ভুল করে
শিশির মাড়িয়ে যেওনা ঘাসে,
এ যে ভালবাসা; ছিল মনের দ্রবণে
ছড়িয়ে গিয়ে আলোক স্পর্শে হাসে।
পারো যদি তুমি জ্যোৎস্নায় ভিজ
আমি তবে হব অভিসারের কবি,
পাহাড়ে পাহাড়ে ফুটুক শত-কোটি নীলপদ্ম
ভালবাসার আজ; এই ছোট্ট দাবি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




