আমি মোটেও বইপোকা নই।হাতে কোনো বই পেলে একেবারে শেষ না করে উঠি না এমন
নয়। বরং বই পড়তে পড়তে প্রায়ই আমি ক্লান্ত হয়ে উঠি।তীব্র উত্তেজক ঘটনার
মাঝখানেও আমি পড়া থামিয়ে দিতে পারি নিমিষেই।
তাই বলে যে বই আমার ভাল লাগে না তা নয়।আমি বইপ্রেমী।প্রচন্ড রকমের
বইপ্রেমী।না খেয়ে নাস্তার টাকা জমিয়ে আমি অনেক বই কিনেছি।বই আমার কাছে
অনেকটা নেশার মত ।পকেটে টাকা না থাকলেও বইয়ের দোকানে গিয়ে ঢুঁ মারি।
বইকে আমার মনে হয় সবচে সুব্দর জিনিস। বই দেখলে মুগ্ধ হয়ে তাকিয়ে
থাকি।বইয়ের মত অন্য কোনো কিছু আমাকে এত টানে না।
বই আমি পড়ি।অসম্ভব ভালো লাগে বই পড়তে।কখনো ভাল লাগলে বই পড়ি। কখনো ভাল না
লাগলে পড়ি। কখনো ইচ্ছা করে পড়ি আবার কখনো জোর করে পড়ি। তবু বই পড়ি।
অক্সিজেনের মতই বইপড়া খুব প্রয়োজনীয় মনে হয়।
বই পড়ি। ভালো ভালো বই পরি।
যে বই পড়লে মন ভাল হয়ে যায়,দু:খ ভোলা যায় সেসব বই পড়ি।যে বই
পড়লে কিছু শেখা যায়,অজানাকে জানা যায় সেসব বই পড়ি।
কত রকমের বই ই তো আছে।কিছু বই ফুলের মত সুব্দর,নদীরর মত নির্মল।সেসব
বইয়ের মাঝে আমি হারিয়ে যাই।কিছু বই আছে কাঁটার মত ভয়ংকর,নর্দমার চেয়েও
নোংরা।
সেসব বই থেকে যোজন যোজন দূরে রাখি নিজেকে।
বইয়ের চেয়ে ভাল বন্ধু আমার অন্য কিছুকে মনে হয় না।বইই আমার মনে হয় সবচে
আপন।তাই বই ভালবাসি অনেক অনেক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




