ভালোবাসি গান। তাই আশ্রয় নিই ও গানের কাছে যখন কোনো কিছুই আর ভালো লাগে না। আর এই ভালো লাগেনা শব্দটা এতটাই হতচ্ছাড়া যে পিছু ছাড়তে চায়না। সে পিছু ছাড়ুক আর নাইবা ছাড়ুক আমারি বা তাতে কি এসে যাই। আমিও গান শুনি ফুল উদ্যোমে। ইদানিং একটা গান খুব শুন্তেছি। গানটা গুরুর। গুরু বললে আর শিল্পির নাম বলার প্রয়োজন পড়ে না। সবাই জানে তিনি সবার প্রিয় নগর বাউল, জেমস। তাঁর গান নিয়ে কিছু বলার নেই। কত বছর নতুন কোনো এলব্যাম আসেনা তবুও আবেদন এতটুকু কমেনি। যা সৃষ্টি করেছেন সেইগুলো এখনো জ্বল জ্বল করে। উনার সমন্ধে এইখানেই অনেক পোষ্ট এসেছে তাই নতুন করে কিছু বলছিনা।
যে গানটা শুনছি সেটা সমন্ধে কিছু বলি। খুব যে বেশি কিচু বোলোটে পারবো তাও নই। কারন গানের জ্ঞান আমার খুব কম। কোন এলব্যাম কে গীতিকার কিছুই জানিনা। তবে বলতে পারি গানটা আমার ভালোলাগে। ভালোলাগার কারন থাকেনা থাকতে নেই, তাই ভালো লাগে। অনেকের এটা প্রিয় একটা গান নিঃসন্দেহে। তারপরো যতবারই শুনবেন ততবারই ভালো লাগবে এটা চোখ বুজে বলে দেওয়া যায়। গানটার গায়কী সুর কথামালা এবং আবেগ অন্যরকম একারনে গানটা এত বেশি ভালো লাগে।
নিরবে অভিমানে নিভৃতে করছো
তিলে তিলে নিজেকে শেষ
কেনো বলো পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু! ভেঙ্গে ফেলো এই কারাগার
খুলে দাও সে হৃদয়ে প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে আমাদের এই মিলন মেলা এক ইতিহাস
হতেও পারে তোমার শীতল চোখটাই যেনো এক উচ্ছাস
হতেও পারে বিষাদের এই জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে তোমার একটু নিরবতায় সে ব্যর্থ
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
দুঃখ আমার সাথেই আছে তবু দেখো দুঃখি আমি নইতো
ডাক দিয়ে যাই প্রণয় মেলার এতেই নিহীত সুখ হয়তো
কিসের এত দুঃখ তোমার সারাক্ষন বসে বসে ভাবছো
পৃথিবীতে বলো বাঁচবে কদিন সময়টাতো বড় অল্প
নিরবে অভিমানে নিভৃতে করছো
তিলে তিলে নিজেকে শেষ
কেনো বলো পৃথিবীতে কেউ কারো নয়
হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ
বন্ধু! ভেঙ্গে ফেলো এই কারাগার
খুলে দাও সে হৃদয়ে প্রণয়ের দ্বার
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান
হতেও পারে এই দেখা শেষ দেখা
হতেও পারে এই গানই শেষ গান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




