
রংপুরের একমাত্র বিনোদন উদ্যান ছিল একসময় যেখানে বাবা মার সাথে ছোট বাচ্চারা যায় ঘুরতে আর একটু অবসরে সময় কাটানোর জন্য একটা সুন্দর যায়গা
জীবনে প্রথম বার গিয়েছিলাম মন হয় আব্বুর সাথে তাও অনেক ছোট থাকায়
কিন্ত এখন আর আব্বুর সাথে যাওয়া হয় নাহ,,, আর আবার পরিবেশ টাও নাই আগের মত
বাবা-মা এর সাথে ওখানে গেলে আর মাথা তুলে ঘুরে বেড়ান যাবে নাহ
মাঝে মাঝে মনে হয় ওটা কি চিড়িয়া খানা নাকি মানব খানা
নাকি প্রেম করার একটা যায়গা ?
চোখ তুলে যদি কোন জন্তু দেখতে যাই তাহলে চোখে পরে কি আধুনিকতা
আহারে........
এমন এক পরিবেশ যেখানে বাবা মার সাথ যাওয়া যায় নাহ তাহলে এই যায়গার কি দরকার
আর নামটা চিড়িয়াখানা না হয়ে প্রেমখানা হলে কেমন হত
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



