
আমি আমার স্বপ্ন গুলোকে কখনো বাস্তব করতে পারিনা, সবসময় মনে হয় এগুলো আমার দিবা স্বপ্ন, তবে আমার মত চলতে গিয়ে আমি বাংলার রূপকে দেখেছি অনেক ভাবে, আজ থেকে প্রায় ১ বছর আগে ঘুরতে গিয়েছিলাম গাইবান্ধা জেলার কাছাকাছি আবার রংপুর জেলার সীমান্ত একটি এলাকা যার নাম বামনডাংগা,,,,,,,,,,
সেখানে ঘুড়তে গেছিলাম আমার এক নানু এর বাড়ি, মানে আমার চাচার শশুর বাড়ি , সেখানে গিয়ে খুব সখ হল নৌকাতে উঠব , তবে আমি নৌকাতে জীবনে সেদিন সহ দুই বার উঠেছিলাম , যাই হোক নৌকাতে উঠাটা আমর কাছে তেমন মজার ছিল নাহ, খুব আগ্রহ নিয়ে দেখেছি ছেলে দের নদীতে গোসল করা, যা আমাকে মুগ্ধ করেছিল খুবেই , সাথে মোবাইল ছিল আর মোবাইল ক্যামেরায় তুলেছিলাম সেইসব ছেলেদের গোসল করার ছবি,
ছবি গুলো শেয়ার করলাম আজ আপনাদের সাথে

গোসলের পূর্বে কাদা মাখামাখির খেলায় ব্যস্ত কয়েকজন

খেলা শেষে নদীর পানিতে ঝাপ দিতে মনে হয় জীবনের চরম সুখ, তাইতো সুখের ঘুড়ি উড়িয়ে নদীর পানিতে চলে যাওয়া

নদীর পানিতে সাতার কাটতে ব্যস্ততা , কাউকে দেখার সময় নাই


বেটারা থাম তোরা আমাগো ছাড়ি আগে নামছোস এখন তোদের মজা দেখামু

ভয় পাই্যেন নাহ , আমরা আবার নামব

আহা কি শান্তি নদীর পানিতে , যে নামবে নাহ সে জানবে নাহ

আমার ছবি তুলছেন কিনা সেইটা জানতে আইছি
-------------------------------------------------------------
আমার জীবনে এদের ছবি তুলতে গিয়ে বুঝেছি এরা ছবি তোলার জন্য কত পাগল, আমি অভিভূত হয়েছি এদের গোসল করা দেখে, এত ছোট বাচ্চা তবুও ভয় পায়নি একটুকো, কত সাহস এদের,
ভাল থাকবেন সবাই, শুভ কামনায় সবাইকে শুব রাত্রি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



