কাজের ঠেলায় মুন্ত্রিরা হয়রান , মুত্র ত্যাগ করার সময় ও পান না। একেক মুন্ত্রিরা নানা বিধ কাম আকাম করে থাকেন । তাদের কর্মে সন্তুষ্ট হয়ে মন্ত্রী সর্দারনী নতুন নতুন কিছু মুখ সভায় আনবেন । সমস্যা হচ্ছে তাদের কি কি মন্ত্রণালয় দেয়া যায় তাই নিয়ে।
আমি কিছু সাজেস্ট করলাম
আপনি কিছু সাজেস্ট করুণ । সরাসরি পৌছে যাবে।
১) দুর্নিতির অর্থ হিসাব রক্ষন মুত্রনালয়
ইদানিং ৪ হাজার কোটি টাকা কোন ব্যাপার না শেয়ার বাজারে লাখ কোটী , কুইক রেন্টাল এর মাসে মাসে হাজার কোটি শোনা যায় ভিও আই পি এর মাধ্যমে কোটি মিনিট এর টাকা হিসাব রাখা একলা জয়ের পক্ষে সত্যিই কঠিন তাই এ বিষয়ে একটা মুত্রনালয় কঠিন প্রয়োজন।
২) চাপা মন্ত্রণালয়
চাপার জোর আম্লিগের সব সময় ই আছে তা সবাই স্বিকার করবে তবে ইদানিং মাল মুহিতের কথা শুনে মনে হচ্ছে তাদের চাপা কিছূটা ভোঁতা হয়েছে , তাই জাতীয় ভাবে এক জন চাপাবাজ মুন্ত্রি দরকার
৩) ছাত্রলীগ নিয়ন্ত্রন মুত্রনালয়
পাড়ার বুনো কুত্তার চাইতে ছাত্রলিক আজ হন্য তাদের নিয়ন্ত্রন করার জন্য একটা ইস্পেশাল মুন্ত্রি দরকার কিনা বলেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


