আমার এক শিক্ষক বলতেন, যেখানে সবার স্বপ্ন শেষ হয়, সেখান থেকে চিন্তা শুরু করতে।
দিগন্ত রেখার সূত্রপাত তখন থেকেই।
কথাটা শুনতে পেরেছি এ দাবি করবো না, চেষ্টা চলছে। আর তারই একটা কারণে লেখা লেখি করারও একটা চেষ্টা চলছে, ব্যর্থ চেষ্টা যদি... তাও করা।
সহজ কথায়, লেখা লেখি ঠিক আমার জায়গা না, কিন্তু মাথার ভেতরের চিন্তাগুলো বের করার আর কোনো রাস্তা জানা নেই। কি আর করা...
শেষ করার আগে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় সাদা কথা গুলো সাদা রঙে লিখা উচিত???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



