গতকালই পাকিস্তানকে নিয়ে সমালোচনা করেছি, ভেবেছি, ভাগ্যিস এখন আর আমরা পাকিস্তানের অংশ নই...।হায় রে অভাগা দেশ, একদিনের মাথায় সেই একই অবস্থা হলো আমাদেরও...
অফিস থেকে ফিরেই ফেসবুকে বসি প্রতিদিন...পুরনো অনেক বন্ধুর সাথে নতুন করে যোগাযোগ হয়েছে ফেসবুকের মাধ্যমে, বেড়েছে নতুন বন্ধুদের সাথে সম্পর্কের গভীরতা। স্মৃতিময় বহু ছবি আপলোড করেছি এখানে, মনের ছোটখাট অনেক অনুভূতি বন্ধুদের সাথে ভাগ করে নেই ফেসবুকের মাধ্যমেই। এটা আমার ব্যাক্তিগত একটি চারণভূমি, যেখানে ইচ্ছেমত বিচরণের অধিকার আছে আমার। আমি তো সরকারের কোন আইন ভাঙ্গিনি। তাহলে কেন আমার ব্যাক্তিগত জায়গায় নাক গলাবে সরকার? কোন অধিকারে?
অনির্দিষ্ট কাল বলতে কি বুঝিয়েছে সরকার তা তারাই জানে।কেননা রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার উদহারণ অতীতে আমরা বহুবার পেয়েছি। এর আগেও ইউ টিউব বন্ধ করে দেয়ার মত ঘটনা ঘটেছে। কিন্তু ফেসবুকের মতো একটা জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক বন্ধ করার মাধ্যমে কি অর্জন করতে চাইছে তারা, তা আমি বহু চেষ্টা করেও বুঝতে পারছিনা।
কোন জবাব্দিহিতা থাকবেনা? গণতান্ত্রিক দেশ হিসেবে ফ্রিডম অব স্পীচ নামক বাখোয়াজ নাহয় না-ই থাকলো...আমাদের তো চোখ-কান বন্ধ করে থাকা ছাড়া আর কোন কিছু করার নেই...।আগামী কাল এই ব্লগটাও থাকবে কিনা তা-ই বা কে জানে?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১০ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




