আমাদের সবার মধ্যেই একটি গুন খুব প্রকটভাবে পরিলক্ষিত হয়, সেটি হলো মন্দ জিনিস সবার সাথে শেয়ার করার প্রবনতা। এই যেমন কোন নাইকা বা গাইকার গোপন ভিডিও প্রকাশ হলেই আমরা উন্মাতাল হয়ে পড়ি কিভাবে তা সবার কাছে পৌছে দেব। ব্লগে সরাসরি না হলেও ইনিয়ে বিনিয়ে সকলকে জানাতে মরিয়া হয়ে উঠি যে ওমুকের রগরগে ভিডিও প্রকাশ হয়েছে, দেখুন। আর অনেকে ব্লগে ঢু মারেন এসব খবর জানার জন্যই।
অথচ আমরা ভুলে যাই এর পরিনাম কি ভয়াবহ। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষন থাকাটা মানুষের স্বভাবজাত। আর এরপরে যদি কেউ তাকে অণুপ্রানিত করে তাহলে তো আর কথাই নেই।
আপনি আমি ভুলে যাই এসব জিনিস শেয়ার করার পর যত মানুষ তা উপভোগ করবে তার গুনাহের একটি অংশ আমার ঘাড়ে এসে পড়বেই। চিন্তা করুন কি ভয়াবহ ব্যাপার।
তাই কোন কিছু শেয়ার করার আগে সাবধান হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



