আমার দুইটি বই নিয়ে দৈনিক ইত্তেফাকে ষাটের অন্যতম কবি সাযযাদ কাদিরের সংক্ষিপ্ত মূল্যায়ন।
[এ রকম একটি ভূমিকা, আরও ছোট, লিখেছি কবি হিসেবে পরিচিত কাফি কামালের গল্পগ্রন্থ "মেইট্টাল" (প্রকাশক: অগ্রদূত)-এর জন্য। সে লেখাটি ছাপা হয়েছে ওই বইয়ের ফ্ল্যাপে। ভূমিকা লিখলেও "মেইট্টাল" পড়ে কোনও কিছু বুঝতে পারি নি আমি। কেন পারি নি তা বোঝা যাবে বইটি থেকে কিছু অংশ উদ্ধৃত করলেই :
"আদ্দু ছোয়ান লেডাত্তুন ওডি আরহা গত দি হাজির বিলর ইক্কা যায়। পত্থুয়া মাইনসলস্নাই আডা ন জার। বউত দুরত্তুন-দারত্তুন মানুষ আইয়ের। হাট্টইলস্না পারাত্তুন জোয়ান পোয়া অক্কলে মিছিল গরি গরি হাজির বিলত যার। আদ্দুছোয়ান তারার পিছদ্দি-পিছদ্দি ভাংগার ইক্কা আডে। যাই দেহে ভাংগার গোরাত মাইনসলস্নাই ঠেং দিবার জাগা নেই। এহনও মনতিরি ন পাওছে।ঃ"
এ ভাষা আমার জানা নেই, তাই বোঝারও ক্ষমতা নেই। এ ভাষা চট্টগ্রামি। "মেইট্টাল" ওই ভাষায় লেখা প্রথম গল্পগ্রন্থ। মনে পড়ে এ ভাষা নিয়ে নিরীক্ষা চালাতে গিয়ে এক রকম ব্যর্থই হয়েছিলেন আলাউদ্দিন আল-আজাদ (১৯৩২-২০০৯)। তাঁর 'কর্ণফুলি' (১৯৬২) উপন্যাসের পাত্র-পাত্রীর মুখে তিনি বসিয়েছিলেন চট্টগ্রামি ভাষা। পাঠক সাড়া দেয় নি সে নিরীক্ষায়। 'কর্ণফুলি' পাঠকপ্রিয় হতে পারে নি তখন, আর সেই থেকে আলাউদ্দিন আল-আজাদও হারাতে থাকেন পাঠকপ্রিয়তা। হাসান আজিজুল হক লিখেছেন, "ঃ 'কর্ণফুলি' আঞ্চলিক উপন্যাস ( চট্টগ্রাম অঞ্চলের দুর্বোধ্য মুখের ভাষা তিনি এই উপন্যাসের চরিত্রদের মুখে হুবহু বসিয়েছেন। তা একদিক থেকে অবশ্যই উলেস্নখযোগ্য। তবে আঞ্চলিক উপন্যাস বলতে ঠিক কি বোঝায় বলা কঠিন। আঞ্চলিকতা আর সাহিত্যসাফল্য তো সমার্থক নয়।" ("কথাসাহিত্যের কথকতা", ১৯৮১)
এ অবস্থায় "মেইট্টাল"-এর সাহিত্যগত সাফল্য বা বৈফল্য সম্পর্কে কোনও বিচারে পৌঁছতে কিছু দিন অপেক্ষা করতে হবে আমার। কাফি কামালের এই গল্পগ্রন্থের সঙ্গে মেলায় এসেছে তাঁর কাব্যগ্রন্থ "ঋতুরঙ্গ" (প্রকাশক: অগ্রদূত)। মধ্যযুগের কবিদের প্রিয় প্রসঙ্গ ছিল ঋতু বর্ণন। ওই বর্ণনায় প্রকৃতি-পরিবেশই ছিল প্রধান অবলম্বন। তবে কোনও কোনও কবি জীবন ও সমাজের ছবিও প্রতীকায়িত করেছেন। যেমন, দৌলত উজির বাহরাম খান (ষোড়শ শতক) তাঁর "লাইলী মজনু" (১৫৪৩-১৫৫৩) কাব্যে হেমন্তের জীর্ণতা ও মস্নানিমার বর্ণনায় ইঙ্গিত দিয়েছেন নায়িকার জীবনাবসানের। কাফি কামাল প্রকৃতির বর্ণনার পাশাপাশি বিভিন্ন আচার-অনুষ্ঠানের কথা বলেছেন, তবে উপেক্ষিত হয়েছে বৃহত্তর জনজীবন। ফুটপাতবাসী শ্রমিক, জোতদারের লাঠিয়ালের হামলায় সন্ত্রস্ত চাষি, সারমেয়কুলের মত্ততায় জনমনে জলাতঙ্ক ব্যাধির আশঙ্কা ইত্যাদি উলেস্নখ সামান্যই।]
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


