আমি অপি, আমি এই খানে সম্পূন্য নতুন। কি লিখব কিছুই বুজতে পারছিনা।
তবে হ্যা, আমার কাছে খুবই ভাল লেগেছে। আমি নিজেকে এখানে আপন করে নিতে চাই।
আজকে ঈদের ২দিন। মনটা খুবই খারাপ আমার। কোথাও ঘুড়তে জেতে পারছি না এই বৃস্টি জন্য। যাই হোক, নতুন ইউজার বলে কাউকে কমেন্টস ও দিতে পারছিনা। আমার সবচাইতে প্রিয় বান্ধবী সুপ্তি ও আজকে আমাকে তো কাদায়াই ফেলসে। ও নিজেও জানে না আমি ওকে কত ভালবাসি।আমি কখনো ভাবিনি আমরা ৩বোন, আমি ওকে সবসময় আমার বনের মতই দেখেছি। আমি যেটা আমার বন কে বলতে পারিনা সেটা আমি অকে বলতে পারি। ওকে ছাড়া আমি তো মনে হয় একা। মাঝে মধ্যে মনে হয় ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে, ওর সংসার হবে, আমাদের জোগাজোগ তাহলে কমে যাবে নাতো?
তোকে আমি খুবই ভালবাসিরে এটা তুই কি জানিস?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


