অনলাইন প্রথম আলোতে দেখলাম মি. ইনু আজকে চরম একখান বানী প্রসব করেছেন। তিনি বলেছেন “গণতন্ত্র মানেই সমান অধিকার নয়”। জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করে ইনারা গিয়েছিলেন চীন দেশে। আশা ছিল মাও সে তুং এর সাথে দেখা করে সামরিক সহযোগিতা চাইবেন। মাও সেতুং তখন বুড়ো হলেও জ্ঞানের নাড়ী টনটনে।
তাই এদের সাথে দেখা করলেন না। অগত্যা এরা গিয়ে দেখা করলেন চৌ এনলাই এর সাথে। চৌ তেনাদের বক্তব্য শুনে জিজ্ঞেস করলেন, "সৌসালিজম আবার ন্যাশনালিস্ট হয় কিভাবে? আর সেটাই যদি হয়, তাহলে তোমাদের ন্যাশনাল সৌসালিজমের সাথে হিটলারের ন্যাশনাল সৌসালিজমের পার্থক্য কী?" কোন পার্থক্য যে নাই, সেটা ইনুর কথাতে নিশ্চই বুঝতে পেরেছেন।
পার্থক্যটা মাও এবং চৌ এনলাই ও বুঝতে পেরেছিলেন। তবে বাংলাদেশের কিছু অর্ধশিক্ষিত এবং অপশিক্ষিত আছে, যাদের আল্টিমেট খায়েস তাহেরের মতই সর্টকাটে 'প্রগতিশীল' হিসেবে নাম কামানো। এই শ্রেনীর টাউট-বাটপাররাই দেখবেন 'জাতীয় সমাজতন্ত্র' এবং 'হায় তাহের' 'হায় তাহের বলে মাতম করে।
এদের মধ্যে ১ জনকেও পাবেন না (ইনক্লুডিং ইনু) যে হেগেল-মার্কস-এঙ্গেলস-লেনিন-গ্রামসি পড়েছে। এরা কেবল এদের নাম জানে, গোটা কয়েক বইয়ের নাম জানে। আর জানে কয়েকটা করে কোটেশন। যদি কম্যুনিজম বা সৌসালিজম নিয়ে সামান্য পড়ালেখাও করতো, তাহলে তারা জানতো সমাজতন্ত্র আসলে কি? অর্ধশিক্ষিত এবং অপশিক্ষিত ফ্যাসিস্টদের বামপন্থা 'জাসদ' নিপাত যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


