
"সরি! নো বাংলাদেশি পাসপোর্ট ইজ অ্যালাউড ইন আওয়ার হোটেল। গভর্নমেন্ট পারমিশন নেহি হ্যায়।" আইসিসির আমন্ত্রনে বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশের ১০ সাংবাদিককে এমন করেই ফিরিয়ে দিয়েছে মুম্বাই শহরের হোটেল ‘সি গ্রিন’ ও ‘সি গ্রিন সাউথ’র ম্যানেজাররা। শুধু এই দুই হোটেলই নয় এক এক প্রায় কুড়িটা হোটেলে ঘুরে ঠিক একই কথা শুনতে হয় তাদের! ছিঃ ছিঃ ছিঃ কি লজ্জা - কি লজ্জা! সর্ব অঙ্গে ব্যাথা মলম দিবো কোথা?
বঙ্গদেশের পাসপোর্ট দেখার পর পরই সবগুলো হোটেলের একই কথা - ‘সরি আপকো রুম নেহি মিল সাকতা। কিউ কি আপ বাংলাদেশকা সিটিজেন হ্যায়।’ বাংলাদেশ থেকে এসেছে শুনলেই চোখ উঁচু করে, ভ্রু কুচকে, মুখ বাঁকা করে একবারে সোজা না করে দিচ্ছে! তাহলে কি আমরা বাংলাদেশে জন্মে পাপ করেছি?
এই ভারতের জন্যে বাংলাদেশের একদল চেতনাবাজরা কি-না করছেন? ট্রানজিট, সুন্দরবন, কমিশন, বিজিবি, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সবকিছুই উজার করে দিয়েছি আমরা কিন্তু তারপর ও সেই ভারতেই বাংলাদেশী সাংবাদিকদের থাকার জায়গা হয়না! এরপরও যদি চেতনাবাজের দল ভারত ভারত করে তবে তাদেরকে দেশদ্রোহী মামলায় ফাঁসিতে ঝুলালে কি কোন অপরাধ হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


