
ক্রিকেট নিয়ে বিসিবি আর এদেশীয় মিডিয়াকে বুঝতে পারাটা সত্যিই শিবেরও অসাধ্য! এরা নুন খায় কার আর গুন গায় কার? সবাই জানেন বাংলাদেশের পরাজয়ে নিয়ে তো বটেই, এমনকি বাংলাদেশের জয় নিয়েও অনেক ভারতীয় ক্রিকেটার যাচ্ছে তাই মন্তব্যে করেছে, কৌতুক করেছে, নিন্দা করেছে এমন কি মুস্তাফিজকে অপহরন করার মতো (কু)ইচ্ছাও প্রকাশ করেছে।
আচ্ছা সেসব নিয়ে কী সেই দেশের ক্রিকেট বোর্ড বা মিডিয়া কোনদিন তাদের বিরুদ্ধাচরণ করেছে কিংবা কোন রকম সমালোচনা করেছে বলে কেউ শুনেছেন? সেদিক থেকে দেখলে ওদের দেশপ্রেমটা বাংলাদেশের মিডিয়া বা বিসিবির থেকে অনেক উন্নত।
ভারত প্রেমিক সাজতে প্রেমে মত্ত হয়ে আমরা এতোটাই বড় প্রেমিক হয়ে গেছি যে, প্রেমের ঠ্যালায় নিজের স্বার্থকে ছাড়া কখনোই দেশের স্বার্থকে ভাবতে পারিনা। বিসিবির কতিপয় কর্মকর্তা এবং প্রথম আলোর উৎপল শুভ্রর দিকে একটু নজর রাখা দরকার সকলের। বিশেষ করে প্রথম আলোর উৎপল শুভ্র এই দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বেশী ক্ষতিকর একটা উপাদান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


