আচ্ছা, মনের ও কি অণু পরমাণু আছে ?
যদি তাই হয় , তবে মনেহয়
আমার মনের অণুগুলো
হারিয়ে ফেলেছে আন্তঃআনবিক শক্তি ।
অণু ভেঙ্গে যেমন পরমাণু ,
পরমাণু ভেঙ্গে ইলেকট্রন,প্রোটন,নিউট্রন হয়;
তেমনি আমার মনও ভেঙ্গে দুঃখ গুলো
মাঝে মাঝে বুঁদ বুঁদ হয়ে বের হয় ।
লাল নীল কালো কত্ত রঙের বুঁদ বুঁদ !
পরমাণুতে ইলেকট্রন প্রোটন সমান থাকার কথা ।
রসায়নের সুত্র মতে মানুষের জীবনেও
সুখ দুঃখ সমান থাকার কথা ।
কিন্তু আমার মনের পরমাণু গুলোতে
ইলেকট্রন (দুঃখ) ই বেশি ।
পরমাণু মডেল এর যেমন হয় ধ্বংস,
তেমনি আমার মনটারও হয়তো
এক সময় ঘটবে মৃত্যু ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




