প্রিয় মডু ভাই,
আমি যশোর শহরতলীর একজন নিরীহ একটি কিবোর্ড। সমাজের ক্ষমতাসীন মানুষের লুল আচরণের প্রতিবাদ করার জন্য আমার কণ্ঠ বজ্রাঘাতের ন্যায় ধ্বনিত হয় না। সকলের মাঝে আমার অর্জিত জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমার বাটনগুলো কথা বলতে পারে না। প্রেয়সীর কথা ভেবে তার উদ্দেশ্যে কিছু কবিতার চরণ আমার মধ্যে উচ্চারিত হয় না। সকল অসহায়ত্ব আর অবসাদের গ্লানি দূর করতে দীর্ঘ সাত মাস আগে আপনার দ্বারস্থ হয়েছিলাম। আপনার ব্লগের সাথে আমার ইউ এস বি পোর্ট টা সংযুক্ত করেছিলাম। আমার বুকের প্রতিটি অক্ষরকে সাজিয়ে আমি তৈরী করব একটি সুন্দর ব্লগ যেখানে থাকবে আমার প্রেয়সীর জন্য রচিত কবিতার চরণগুলি বা প্রেয়সীর রুপ-সৌন্দর্য ও ভালবাসার কথাগুলি যা আমি কোনদিন তাকে মুখ ফুটে বলতে পারিনি, যেখানে থাকবে সমাজের সেই ক্ষমতাসীন মানুষগুলোর কথা যাদের সামনে দাঁড়িয়ে আমি কোনদিন প্রতিবাদী হুংকার ছাড়তে পারিনি, যেখানে থাকবে জ্ঞান পিপাসু মানুষের জন্য আমার কিছু সংগ্রহ।
আজ আমি এখনও অসহায়। দীর্ঘ সাত মাস পার হয়ে গেল। আমার ব্লগটি আপনার পর্যবেক্ষ্ণণ নামক চার দেওয়ালের মধ্যে ধুকে ধুকে ক্ষয় হয়ে যাচ্ছে।আপনার মনে কি এতোটুকু দয়া হয় না আমার জন্য? আপনি এত নিষ্ঠূর? আমি যদি আমার অব্যক্ত কথাগুলো সবার কাছে পৌছে দিতে না পারলাম তাহলে বৃথা আমার এই ব্লগ। দীর্ঘ সাত মাসের এই অবসাদ কাটাতে তাই আপনাকে আমি আল্টিমেটাম দিচ্ছি। আমাকে মুক্তি দিন। আমার বর্ণমালা দিয়ে সাজানো অব্যক্ত কন্ঠকে বিশ্বে ধ্বনিত হওয়ার সুযোগ করে দিন। আর যদি না দেন তাহলে জেনে রাখুন কচুগাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যার জন্য শুধুমাত্র আপনিই দায়ী থাকবেন। হ্যা হ্যা!! শুধু আপনি।
ইতি,
একজন অসহায় কীবোর্ড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




