ভিজছ, তবুও আগুনের আঁচ ভেতরে
অনুসিদ্ধান্ত দাড় করানোর কতো প্রচেষ্টা
কি ভেদ করে যায় এফোড় ওফোড়!
সুশীলদের বাক্য জ্ঞান ভাল,
তাই ব্যাখ্যা শুনি!
যৎকিঞ্চিত এই আলোড়ন, তার নাই অবসান
উৎসমুলে তার নাই কোন ব্যাকরণ
আহা হা! তবুও এমন ঘটছে অবিরাম!
এর জন্যই বোধহয় তুমি আমি সর্বশ্রেষ্ট জীব!
এর প্রয়োজন নিবিড় চাষাবাদ
শুধু দার্শনিক হলে হবেনা,
হতে হবে আজীবন কৃষিবিদ!
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






