অনেকদিন হয়ে গেলো কোথায় যায়নি।।।।। ২/৩ দিনের ছুটি পেলে যারা ঘুরেন তারা কি এত বড় ঈদের ছুটি কি শুধু গুরুর গোশত খেয়ে সময় কাটাবেন; তা কি হয়? তাহলে আর দেরি কেন....২০১২ সালের ২৮শে অক্টোবর ঈদুল আযহার পরের দিন দুপুরে হঠাৎ করে প্লান যে- আমরা ছয় জন যাব নিঝুম দ্বীপে। কিন্তু আল্লাহর হুকুম না থাকলে যা হয়??
ঈদের পরের দিন এত ভীর হবে ভাবতেও পারিনি। আমরা কেও এর আগে লঞ্চে এত লং জানি করিনি। ভাগ্য যার যার ভালো সে শুধু যেতে পেরেছে, স্বপ্নের নিঝুম দ্বীপে। তাহলে শুনুন গল্প বলছি....স্বপ্নের নিঝুম দ্বীপের.....।
হারা ধনের ৬টি ছেলে গেলো ৪, বাকি মাত্র ২। দুঃখ হয় আমরা শুধু দু’জনে (আমি ডাঃ নেয়ামত ও ফরহাদ) যেতে হলো স্বপ্নের নিঝুম দ্বীপে। আমি দেশে-দেশের বাহিরে অনেক ফেমাছ স্থানে ঘুরে এসেছি। কিন্তু আমার বাংলাদেশ আসলে সকল দেশের রাণী।
কিভাবে যাবেনঃ[/su] সদর ঘাট থেকে হাতিয়ার লঞ্চ চড়ে তমুরুদ্দিন ঘাট, সেখান থেকে হুন্ডা চড়ে জাহাজ মাড়া হয়ে মোক্তারপুর ঘাট, নদী পার হয়ে আপনার স্বপ্নের নিঝুম দ্বীপে খুব সহজে পৌছে যাবেন। তাহলে আর দেরি কেন.....।
দর্শনীয় স্থানঃ আমরা সংখ্যায় কম ছিলাম কিন্তু ১০জনের একটা টিম আমাদের সাথে খুব সহজে মিশে যাওয়াতে আমরা ট্রলার ভাড়া করে স্বপ্নের নিঝুম দ্বীপের সকল দর্শনীয় স্থান সমূহ ঘুরে এলাম। যাকে বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন বলা হয়। লোকসংখ্যা মাত্র ২৫ হাজারের মত কিন্তু হরিণের সংখ্যা দ্বিগুণ প্রায় ৪০ হাজারের অধিক।
আমরা বন্য হরিণের পাল, বন্য মহিষের পাল, মহিষের দুধ, মহিষের দুধর দহ, মিষ্টি ও চা, তাজা হলিশ, সকালের সূর্য উদয় ও অস্ত, রাত্রে বনের মাঝে থাকা শিয়ালের ডাক এবং অসংখ্য চেনা-অচেনা পাখির কিচির-মিচির আওয়াজ। যা অতি সহজে ভ্রমণ পিয়াসুদের মনকে নাড়া দিবে। ক্যামেরাতে তেমন চার্জ না থাকায় দর্শনীয় স্থানের ছবি এখানে পোস্ট দিতে পারিনি। যা যা দেখলাম.........
কোথায় থাকবেনঃ আমরা জমি দেখে এসেছি। পর্যটন হোটেলের ঘা ঘেসে সম্ভব হলে একটা টুহনটাওয়ার করব। হনশায়াল্লাহ....যাহ হোক মসজিদের ম্যাছ ও পর্যটনের হোটেল ছাড়া আর কিছু সেখানে নেহ। সুতরাং আগে থেকে বুকিং দিয়ে গেলে ভালো হয়। ভাড়া তেমন একটা বেশি না। সাধ্যের মধ্যে। নিঝুম দ্বীপে যে কোন প্রয়োজনে, সবুজ মিয়া, মোবাঃ ০১৭৩৮ ২৩০৬৫৫
যাতায়াত ভাড়াঃ যদি আপনি জলপথে আসেন তাহলে ১৫০০/- থেকে ২৫০০/- টাকার মধ্যে আসা-যাওয়া হয়ে যাবে। আর স্থল পথে গেলে নোয়াখালী দেখে আসতে পারবেন এবং খরচ একটু বারবে।
বিশেষ দ্রষ্টব্যঃ মোবাহলের নেটওয়ার্ক অনেক দুর্বল, যেখানে যাবেন সকলে আপনাকে ঠকাতে চেস্টা করবে, আগে সকল জিনিসের দাম জিজ্ঞেস করে নিবেন।
Click This Link
Click This Link
ডাঃ নেয়ামত
ঘুরে এলাম “নিঝুম দ্বীপ”
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



