![]()
আমি অনবরত মেঘ চাই
অনবরত মেঘ ;
পরতে পরতে জমবে আকাশে, বাতাসে
হৃদয়ের ঘাসে।
বিবর্ণ ঘাসগুলোতে শিলা-বৃষ্টি হোক না একদিন
উপড়ে ফেলুক সব সমুলে!
হৃদেয়ে রক্তাত্ত দগদগে ক্ষত নিয়ে
আমি ভয় দেখাব তারপর।
এক বিকেল কাটুক না উত্তাল ঝড়ো
ঝরঝর ক্রন্দনে
ভান ভঙ্গিমায় অন্ধ ব্যাস্ত পৃথিবীকে থমকে দিক
কিছুক্ষণ !
আমি উলঙ্গ উদ্দাম নৃত্য করব সকাশে।
আমার অপমানের প্রতিশোধে বিব্রত হবে সকলে
আমি শান্তি দেব না শান্তদেরও
হল্লা করুক সবাই জেগে
একদিন মেঘ জমুক বৃষ্টি হোক
বিষ মাখানো তীরের মত ফোটা ফোটা
আমি বিষাক্ত রক্তে স্নান সেরে
শয়তান হয়ে যাবো।
৫জুন'২০০২
মধ্য দুপুর উত্তেজনায়
পাগলা হাওয়া
মাথা কুটে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


