জানিনা কখন মৃত্যু এসে দুয়ারে দেবে হানা,
এমন শক্তি কার হবে রে করবে তারে মানা?
জন্মিলেই মরিতে হবে সবারই তো জানা,
তবুও মোরা ভুলে আছি আসল ঠিকানা।
ভুলের পরে ভুল করে ভাই করছি জীবন শেষ,
আজান্তেই ছাড়তে হবে রং তামাশার দেশ।
দু'দিনেরই মজার খেলা পুড়িয়ে যাবে হঠাৎ,
কোন দোহাই মানবেনা যম আসবে তখন দৈবাৎ।
অহরহ মরন দেখেও হয় না মোদের হুশঁ,
সুখের একটু ভাটা পড়লেই ভাগ্যের দেই দোষ।
তার এবাদাত করতে হবে পাঠালেন এই ভবে,
জিজ্ঞাসিবেন মোদের খেলা সাংগ হলে তবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




