অভিমানী শুভ্র মেঘেদের জালে আটকানো
আকাশের নীলগুলো বিক্ষিপ্ত হয়ে আছে,
তাই বৃষ্টি আজ ঝরতে চায় অঝর ধারায়।
বুকে জমাট বাঁধা টুকরো অভিমানগুলো দূর করতে
ঝরে পড়তে চায় নির্বিঘ্নে..., নিশ্চিন্তে।
কারো মন প্রফুল্ল করতে কিংবা
বিরক্তিকর ভ্রুকুটি দেখতে নয়,
একান্ত জৈবনিক কারনে
তার চোখে আজ জল।
কোন বজ্রনাদ নেই,
নেই কোন আলোর ঝলকানি,
অষ্টাদশীর উন্মুক্ত চিৎকারে ভারী হবে না চারদিক
কেউ জানবে না, কেউ বুঝবে না
বৃষ্টি ফেলে যাবে তার চোখের জল
সম্পূর্ন নীরবে, নিভৃতে।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




