আজ এক যায়গায় এ দুটো কবিতা পড়ে খুব ভালো লেগেছে। তাই এখানে শেয়ার করলাম।
১।
হারিয়ে যাচ্ছে সব সূক্ষ্ম চিন্তারা
নিচে অন্ধকার থেকে গভীর অন্ধকারে
উল্টিয়ে পাল্টিয়ে
কেবল হারায়েই যাচ্ছে নিচের
কোন অজানা
গহ্বরের পানে
আর ফিরে আসেনা
মায়াবী ভাবনারা
ভাবায়না নতুন করে
ভালবাসাও তাকায় না ফিরে
আর
প্রতিটা ভোরে।
২।
কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়
কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি
সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে
গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।
আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্য
আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি
অথচ এ পোড়া কপালের ক্যানভাসে
আজন্ম শুধু শুন্য শুন্য শুন্য।
তবে বেঁচে আছি একা নিদারুণ সুখে
অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয়ে বুকে
অবর্ণনীয় শুশ্রূষাহীন কষ্টে
যায় যায় দিন ক্লান্ত ক্লান্ত ক্লান্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




