অমরা সবাই নিজের মতামত প্রকাশ করতে আনন্দ বোধ করি । বলি এটা আমাদের স্বাধীনতা । খেতে না দিলেও কথা বলতে দিতে হবে এমনটাই ভাব আমাদের । বলি এটা গনতান্ত্রিক সংস্কৃতি । সকল মতের মানুষ তাদের মতামত প্রকাশ করবেন এটাকে আমরা বলি প্রগতিশীলতা । ২৯ ডিসেম্বর নির্বাচনে ৪৪% ভো্ট পেয়ে দেশের মসনদে আসীন হয়েছেন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী সরকার । ভেবেছিলাম ১৯৭৫ সালের সে ভুল তারা আর করবেনা । কিন্তু ভুল করার জন্য তাদের আর সইলোনা । তা না হলে দেশের বিবেক বলে পরিচিত জাতীর কান্ডারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিন্ন মতের পত্রিকা না পড়তে দেয়ার কারন কি?
ক্সমতায় আসার ২ -৩ দিন পরই ঢাকি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো হতে বিদায় নিল আমারদেশ, নয়াদিগন্ত, সমকাল, সংগ্রাম নামক ভিন্ন মতের পত্রিকা গুলো ।
তবে কী আবারো বাকশাল চেপে বসবে জাতির ভাগ্রাকাশে ?
তবে কী গনতন্ত্রের পথে শহীদ হওয়া মানুষগুলোর আর্তা চিৎকার করবে সারা দেশে ?
আমরা সেই বাকশাল চাইনা ।
এভাবে কী জাতির মেধাবী তরুনদের তথ্য প্রযুক্তির ছোয়া থেকে বাহিরে রাখা যাবে? তথ্য তাদের কাছে যাবেই ।।।।।।
তাহলে আমরা এটাই বুঝবো যে তরুনের ভোটে বিজয়ী দল তরুনদের ভয় পাচ্ছে । ।
দেখা যাক .................................................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




