কেমন আছো দুর্বলতা। আশা করি ভাল আছ। মনে হয় তুমি এখন নিজেকে নিয়ে ব্যস্ত। তুমি বদলে গেছ। তাই আমিও বদলে গেলাম আর আমাদের সময়টাও।এখন আর সারাদিন মেসেঞ্জার নিয়া বসে থাকা হয় না। জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি, নিজের মতো করে। প্রায় বিকালে সমুদ্র সৈকতে চলে যায়। সূর্যদেব যখন তার সন্তানের কষ্ট দেখে দুপুরের অগ্নিতেজ একটু একটু করে কমিয়ে আনে, কিন্তু তার বুকের উষ্ণতাটুকু ঠিকিই থেকে যায়, ঠিক সেই সময় ঘর থেকে বের হয়। সূর্যের হাল্কা উষ্ণতা আর সমুদ্রের হিমেল হাওয়া দুই এ মিলে আমার শরীরের লোমকুপগুলোতে শান্তির শীতল পরশ বুলিয়ে দেয়। এ এক অপূর্ব অনুভূতি! ঠিক যেনো মমতাময়ী মা এর আদরের ছোয়া.........আহ! কি শান্তি! কি সুখ!
সেই মা, যে স্বার্থহীন ভাবে তার সন্তানকে ভালবাসে...যে ভালবাসে শুধু ভালবাসার জন্যই। এই পৃথিবীতে আর কেউ কি পারে এমন নিঃস্বার্থ ভাবে ভালবাসতে? আমি মুগ্ধ হয়ে সমুদ্রের ঢেউয়ের খেলা দেখি। ঢেউগুলা সব একটার পর একটা, একই ছন্দে, একই তালে অবিরাম পারের উপর আছরে পরে। কোথাও এই ছন্দের এতটুকু পতন নেই! এ যেনো টিক নটরাজের উন্মুক্তো নৃত্যের মতই ভয়ানক সুন্দর। সমুদ্রের শো শো আওয়াজটাকে কোনো কুলহারা মানুষের গোঙানির শব্দের মত মনে হয়। এ আমার হৃদয়টাকে শুন্যতায় ভরিয়ে দেই। আমার বুকের ভিতরের অব্যক্ত বেদনাগুলো মুশরে উঠে, চোখ দুইটা শীতের কুয়াশা ঢাকা সকালের মত ঝাপসা হয়ে উঠে। খুব কষ্ট হয়......তারপর ও কষ্টগুলোকে উপভোগ করি। কষ্ট পাবার মধ্যেই যে আনন্দ! সেই আনন্দই বা এই একাকি জীবনে কম কী?
কষ্ট পাবার মধ্যে আনন্দ! অদ্ভুত শুনাচ্ছে? আমাদের মানব মনটাই তো ভারি অদ্ভুত। আমরা দাম দিয়ে যন্ত্রনা কিনতে ভালবাশি; আমরা দুঃখের গান শুনি, কষ্টের কাহিনী পড়ি, বিচ্ছেদের নাটক বা সিনেমা দেখি...তারপর কেঁদে বুক ভাসাই...কেন এই সব করি? আনন্দ পাবার জন্যই তো। তাই তো শেলী বলছেন......"our sweetest songs are those that tell of saddest thoughts."
ভালো থেকো...ঠিক যে ভাবে তুমি ভালো থাকতে চাও...এই কামনাই করি।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৯ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



