শুধু ভাষাপ্রেম থেকে আমার এই দাবী ছিল না। বিদেশে অনুবাদক হিসেবেও কাজ করি আমি। ফ্রি-ল্যানস। বিভিন্ন কোম্পানি কখনও কখনও প্রুফ-রিডিং-এর কাজও দেয়। প্রুফ রিড করতে গিয়ে দেখি কত ভিন্ন রকমের কি-বোর্ড এবং ভিন্ন ভিন্ন ফন্ট দিয়ে বাংলা লেখছে মানুষ। ইংরেজি লিখতে যেখানে কোনোই অসুবিধা হয় না সেখানে বাংলা ফন্ট আর কি-বোর্ডের ক্যাঁচালে কোনো কাজই ঠিকমত করা যায় না।
এই সাইটের অনেক সতীর্থ ব্লগার আশা দিয়েছিলেন মাইক্রোসফটের সাথে একুশে মিলে কাজ করছে নতুন ইউনিকোড বাংলা তৈরি করার। আশান্বিত হয়ে অপেক্ষা করছিলাম। কিন্তু জনৈক অমি আজাদকে নিয়ে হাবিবমহাজনের করা পোস্টে ঢুকে হাবিব ছোটলোকের মন্তব্য দেখে হতাশ হয়ে গুগলে সন্ধান চালাই। অমি আজাদ নাম দিয়ে সন্ধান করলে প্রথমেই আসে পাইরেসির খবর। তাও সেই জব্বারিয় বিজয় থেকে।
বিষয়টা চুরি, বাটপারি, না পাইরেসি তা নিয়ে বিদগ্ধ মহলে বিতর্ক হয়তো চলবে। কিন্তু আমাদের এই ইউনিকোড বাংলার জন্য অপেক্ষার বোধহয় শেষ সহসা হচ্ছে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





