
ভুলিনিতো আমি তোমার মুখের হাসি
কখনো দেখনি আমার চোখের পানি,
যা শুধু তোমার আড়ালে ঝরেছে,
আমার লেখা কবিতায় তোমায় ভালোবাসি.
চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না,
এলোমেলো অনুভূতিগুলো মনের মত কখন হয় না,
না বলা অনুভুতি গুলো না হয় না-ই প্রকাশ করলাম.
যদি পারো, আসো আবার ও কাছে,
অনেক কাছে.
বুকে মাথা রেখে হাতটা রেখে হাতে.
তোমায় নিয়ে যাব আমার ছোট্ট এই পৃথিবীতে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



