
বৃষ্টি ভেজা কাক গুলো আজ বড্ড বেশি অসহায়,
সীমাহীন ঐ আকাশে, ঠিক আমার মত.
কোথাও তাদের ঠাঁই নেই,
ঐদেখা যায় একটি বৃদ্ধ কাক।
ভেজা বৃষ্টিতে তার পাখনা গুলো জড়িয়ে রেখেছে, অসীম মমতায়।
মন খারাপ কিন্তু অভিমানে ভিজবে না বৃষ্টিতে, তাহলে কি করে হবে, তার যে কোন মাথাগোঁজার ঠাঁই নেই.
এ বাসা, ও বাসা, ছাদের নিচে, হাজারো বেলকুনি থাকা সত্ত্বেও,
আশ্রয় না খুঁজে পেয়ে, থমকে থাকা আকাশে হঠাৎ বৃষ্টিতে, ভিজে থাকা ছাড়া কোন উপায় ছিল না তার.
মনটা বিমর্ষ হয়ে বুঝে যাই , একা বড় অসহায় আমি।
তবুও জীবন বাঁচে অজস্র আশায়.
এখানে ওখানে আশ্রয়ের জন্য ছুটে চলা, দিক-বেদিক থেমে না থেকে.
ভয়ানক আত্মচিৎকার আমি, আমি বৃদ্ধ না হয়েও ভেজা কাকের মত অসহায়.
কোথাও ঠাঁই না পেয়ে একা বর বেশি একা.
বৃদ্ধ কাক হয়ে এখন অপেক্ষা করি মৃত্যু এসে নিয়ে যাক সব কষ্ট সুখ।

সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



