
কখনো লেখালেখি করবো ভাবি নি। ছোটবেলা হতে দিনগুলো এত ভালোবাসা কেটেছে, প্রতিটা মুহূর্ত ছিল ভালোবাসায় ঘেরা, প্রতিটা দিনই ছিল ভালবাসায় ভরা। তাই স্মৃতিগুলো কখনো বন্দী করার কথা ভাবেনি। কারন প্রতিটা দিনই আমার সুন্দর।তাই ভালবাসার মূল্য তখন বুঝিনি।
কখনও ভাবিনি এই সাদা খাতায় কালো কালির দিয়ে লিখবো আমার কষ্টের কথা। আর তখনই মনে পরলো ভালোবাসা দিনগুলোর কথা ভালো থাকার কথা। জি ভালোবাসা এখন আমার কাছে শুধু স্মৃতি। ভালোবাসা যে আর এক ধরনের আছে। সে আমার ভালবাসার মানুষ।
নিশাত হয়ে ভালবাসতে চেয়েছি বারবার, তবুও স্বার্থপর ছিলাম আমি তার কাছে বহুবার। তাতেকি ভালবাসি তো, তার ছোট্ট একটি কথায় বারবার শেষ হয়েছি। বারবার কষ্ট পেয়েছি। তবুও শুনতে হয়েছে আমার কষ্ট গুলো এত সস্তা কেন। আমিতো সবার মত তোমাকে ভালোবাসি না। আমিতো আমার মত সবটা দিয়ে তোমাকে ভালবেসেছি।
তবে কি এটা আমার অপরাধ ?
সে যাই হোক ভালবাসি। আমার পুরোটা সময় তোমাকে নিয়ে লিখতে চেয়েছিলাম। কিন্তু তোমার পুরটা সময় জুড়ে আমি ছিলাম না। শুনেছি একা থাকলে অনেক কিছু মনে পড়ে। ব্যস্ত থাকলে অনেক কিছু ভূলে থাকা সম্ভব। কিন্তু আমার বেলা কেন তা হয় না। প্রতিটি সময়ই প্রতিটা সেকেন্ড এভাবে হাজার ব্যস্ততার ভিড়েও তোমাকে খুঁজি।
সেটাই আমার অপরাধ? যদি কখনো পারো, তোমার পুরোটা আমাকে দিও। ভয় পেয়ো না। আমার পুরোটা জুড়ে তুমি। তুমি অনেক ভালো থাকবে।
আমার এই সাদা খাতায় বাকি দিনগুলো আমাদের ভালোবাসার কথাগুলো লিখে শেষ করতে চাই।

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



