
কিন্তু যোগাযোগটা থেমে গেলে, প্রেমটা কিন্তু থেকে যায়, দেখো কোন একটা মানুষের জীবনে প্রবেশ করতে গেলে অবশ্যই অনুমতি লাগে তার, কিন্তু সেই মানুষটার জীবন থেকে চলে যাবার জন্য কোন অনুমতি লাগে না, যখন ইচ্ছা হলো চলে আসাটা যতটা কঠিন চলে যাওয়াটা অনেক সহজ, কখনো বলার প্রয়োজন মনে করি না আমি চলে যাচ্ছি, কিন্তু আসার সময় কত কিছুই না করেছিলাম, কথা আসলে কখনো শেষ হয়ে যায় না, শুধু কোন একটা মানুষ কথা থামিয়ে দেয়, কোন একটা মানুষ কিছু বলতে চায় না, কথা বাড়াতে চায় না,ধীরে ধীরে সম্পর্কটা তিক্ত হয়ে যায়, কোন একজনের থেকে কথাগুলো আত্মহত্যা করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, এক সময় সম্পর্কটা কবরে চলে যায়, প্র্যাকটিস করে কি কখনো কাউকে ভুলে যাওয়া সম্ভব, প্যাকটিস করে আমরা কখনো কাউকে ভুলতে পারিনা, আমাদের ব্রেনের কাজ সব সময় মনে রাখা ভুলে যাওয়া না, ভুলে যাওয়া তো একটা রোগ, হঠাৎ করে যদি দু চার বছর পরে কাজের মাঝে যদি তোমার কারো কথা মনে পড়ে যায়, তখন বুঝবে আসলে যে সত্যি তুমি তাকে ভুলে গিয়েছিলে, না হলে হঠাৎ করে মনে পড়ে যেত না, জীবনের প্রতি সময় নতুন নতুন স্মৃতি আসবে, আর এই স্মৃতি গুলো যখন একের পর এক" একের পর এক" চাপতে শুরু করবে, তখন পুরনো স্মৃতিগুলো ফিকে হয়ে যাবে, পুরোপুরি ভুলে যাওয়া টা না পারলেও কিন্তু স্মৃতি হয়ে যাবে। ঠিক তখনই চুমুটা একই থাকবে কিন্তু ঠোঁট দুটো বদলে যাবে, জলটা একই থাকবে চোখ গুলো বদলে যাবে, শুধু নামটাই বললে যাবে প্রেমিক প্রেমিকা একই থাকব।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



