![]()
পাহাড়ি ঢালে চুপচাপ ঘুমায় কয়েকশো বছর
টুপটাপ জল পতন;
দীঘির জলে ডুবে গেছে শেষ রাতের হলুদ চাঁদ
কবিতার ছেড়া অংশ ভূমিষ্ঠ হবার অপেক্ষায়
স্পর্শটুকু দাও; মেখে নেবো সাগ্রহে অরুপ-রতন।
চিলেকোঠা বেয়ে চুইয়ে পড়ে নরম জোছনার দল
স্পর্শ ইন্দ্রিয় জুড়ে মুগ্ধ মাতন;
জোনাকি আলো মেখেছে সন্ধানী পথ
মহুয়া বাতাসে অবিশ্রান্ত স্রোতস্বিনী
আজ শুধু স্পর্শটুকু দাও; যে জলে হয়নি অবগাহন।
দিগন্তরেখায় বসতি করেছে অচ্ছুৎ সুখেরা
অস্পৃশ্যের আদল;
অধরে কম্পন তুলে অপেক্ষমান তরুনী
পালতোলা নৌকা, লক্ষ্যে প্রস্তুতি নেয় মাঝিমাল্লার দল
আমায় স্পর্শটুকু দাও; আর একটাবার রাঙাবো জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


