![]()
ভয় নেই,
আমি অপেক্ষা করতে জানি
অক্লেষে পাড়ি দেবো আরও দুটি ঝঞ্চাবিক্ষুব্ধ রজনী
ফুঁসে ওঠা টাইফুন; ধ্বংস উল্লাসে প্রমত্তা ঢেউয়ের চোখ রাঙ্গানি
ওসব আমার কাছে নস্যি
ভাঙা নায়ে অকুল পারাবার মন্ত্র জানি আমি।
চব্বিশ থেকে চল্লিশ; আমি তখনও অহর্নিশ
কবিতায় যথোপযুক্ত শব্দের মতো
অন্বেষায় কাটিয়ে দেবো শতাব্দীকাল
মরুভূমির লু হাওয়ায়, দৃষ্টির সীমা ছাড়িয়ে গন্তব্য খুজে যাবো দীর্ঘকাল
ভয় নেই,
আমি অপেক্ষা করতে জানি!
হৃদয়ের ডাকবাক্সে; সঞ্জীবনী হরফে নিশ্চয়ই আসবে
স্মৃতির ডাকপিয়নের হলুদ খামে আমার সোনালি বিকেলখানি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


