![]()
মধ্যগগণের নীলটুকু অনেকটাই নিঃশেষ
এখানে শরতের শুভ্রতা, কাশফুলে ছেয়ে আছে দিগন্তের শরীর
কাফনে জড়ানো প্রিয়তমের শব।
একদল শকুন উড়ে, দিকভ্রান্ত
এক টুকরো মুখ ভাসে, অস্পষ্ট
আলুথালু পায়ে হাটে ধর্ষিতা অতীত!
পার্কের নির্জন গাছটার নিচে আজ অঘোষিত দুঃখসভা
অন্তহীন রাজপথ বেয়ে লম্বা হচ্ছে মিছিল।
"আজ কারও আসার কথা ছিল, আজ কেউ অপেক্ষায় ছিল"
পাগলটা এলোমেলো বকছে, অর্থহীন!
এখন আর বসন্তের উৎসব নেই
আটপৌরে প্রেম অথবা নিপাতনে সিদ্ধ আবেগ।
কিংবা তুমি আর তোমার প্রশ্নবোধক চোখ!
এখন সোল্লাসে চিৎকার করে ধুর্ত শেয়াল
দৃষ্টিভ্রমের চোরাগলিতে ক্লান্ত ঝিমায়
আমাদের অলস দুপুরগুলো, জোনাকির রাতগুলো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



