আমি হয়তো খুব ক্ষুদ্র কিছু চাইবো
ঠোঁটের কোনে এক চিলতে রোদের মতো হাসি
অথবা শিশিরসম আনন্দাশ্রু!
ঘাসফুলের আবেদন নিয়ে কেউ এসে বলবে ‘আমায় গ্রহন করো’!
শান্ত জলধির মতো আকাশে নাতিবৃহৎ তারা হবো
প্রজাপতির ডানা ভেঙে গেল বলে, বালিকার অন্তঃপ্রাণ দুঃখ হবো
কিশোরীর প্রথম স্পর্শ অথবা কপোলের তিল!
অনভ্যস্ত পায়ে কেউ এসে বলবে ‘একা হাটতে আর ভালো লাগে না’!
হয়তো তোমার শাড়ির শুভ্র জমিন হবো
সিঁথির উপত্যকা বেয়ে দুরের নির্দেশিকার মতো আদুরে টিপ!
থই থই জলের শরীরে নিঃসঙ্গ পানকৌড়ির ডুবসাতার হবো
অথবা মহাসাগরের বিশালতায় এক বিন্দু জলের দৃঢ় অথচ নিশ্চিহ্ন সঙ্গম!
আমি বরং খুব ক্ষুদ্র কিছুই চাইবো
চাইবো, কোন একদিন চমকে দিয়ে ফিরে আসুক মধ্যরাতের ট্রেন
হুইসেলে বেদনা থাকুক, কিছু থাকুক অস্পষ্টতা
ঠান্ডা নদীর মতো দীর্ঘশ্বাস এসে বলুক ‘অমন কাঙাল কেন তুমি’!
প্রথম প্রকাশঃ তীরন্দাজ, জুন সংখ্যা ২০১৪