আসুন গ্রীষ্মের রাত্রিতে আমরা প্রার্থনা করি
আমাদের শুরাপাত্রে আছে উৎকৃষ্ট মদ
আসুন প্রার্থনা করি মানবজন্ম
বিশ্বব্রহ্মাণ্ডে যেহেতু আমরাই শ্রেষ্ঠত্বের দাবীদার!
মানুষ মরে গেলে
শেষকৃত্যের পর আরও এক পেগ নিন।
আগামীকালের পত্রিকার জন্য চলুন কিছু শোকবাক্য লিখি
রাজন ছেলেটা এখন হট টপিক
দামী পোশাকের প্রতিও খেয়াল রাখবেন
আলোকচিত্রীরা বেশ দক্ষ ইদানিং!
রাজন ছেলেটা পানি চেয়েছিল--
রাখুন তো মশাই
ওভাবে না মারলেও পারতো--
ছ্যা ছ্যা, চোর বাটপার
চলুন তার জন্য আর এক পেগ!
একজন রাজন মরে গেলে আমরা বিষাদে আক্রান্ত হই
কুমীরের চোখে মোমবাতির আভা দেখা যায়
মিছিল হয়--
কারও স্যান্ডেল মাড়িয়ে গেল বলে গনপিটুনি হয়!
মিছিল চলতে থাকে...
আমরা ক্লান্ত হই না
মানুষদের ক্লান্ত হতে নেই!
রাজনদের জন্য আমাদের ভীষণ দুঃখবোধ
অথচ মানুষের অভিধানে সমার্থক শব্দ হিসেবে 'পশু' লেখাটা বড্ড জরুরী ছিল!